সাহামিনা আক্তার দিতি
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (জাবি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) হিসেবে নির্বাচিত হয়েছেন ৪৮ তম ব্যাচের মোঃ সোহেল রানা (বিনা প্রতিদ্বন্দিতায়), এবং জিএস (সাধারণ সম্পাদক) হিসেবে নির্বাচিত হয়েছেন ৪৯ তম ব্যাচের কে এম মেহেরাব হোসেন সিফাত।
ছবি: মোঃ সোহেল রানা
আজ (১ ডিসেম্বর, ২০২৪ ইং) সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনের ফলাফল বিকাল ৫ ঘটিকায় প্রকাশিত হয়।
কে এম মেহেরাব হোসেন সিফাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক।
ছবি: মেহেরাব হোসেন সিফাত