বিপ্লব সরকার
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
আপনারা শুনে আনন্দিত হবেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন রতনগঞ্জ বাজারে ঈদের কেনাকাটার কমতি নেই, অসংখ্য মানুষের ভিড়। কেনাকাটায় রমরমা! সুবিধা হচ্ছে যাতায়াত খরচ ও সময় লাঘব।
১০ বছর পূর্বে ঈদের কেনাকাটায় রতনগঞ্জ থেকে কালিহাতী, কালিহাতী থেকে এলেঙ্গা বা বিপরীত দিকে ঘাটাইল, এলেঙ্গা থেকে টাঙ্গাইল যেতে দিবসের অর্ধেক সময় চলে যেত রাস্তায়। এখন রতনগঞ্জেই সুলভ মূল্যে ঈদের কেনাকাটা চলছে!! চলছে বস্ত্র বিপনীতে সুলভ মূল্যের নতুন নতুন আইটেমের জামা কাপড়, সাজসজ্জার জন্য আছে একাধিক জুয়েলারি ওয়াকসপ, বিদেশ যাওয়ার জন্য আছে ট্রাভেল এজেন্সি, কাঁচা বাজার থেকে সবই সহনীত মূল্যে চলছে ক্রয় বিক্রয়।
বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুষ্ঠু মনিটরিং- টাঙ্গাইলের মাননীয় জেলা প্রশাসকের পরামর্শ ক্রমে বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে পেরেছে বাজার কমিটির ২৪ ঘন্টার মনিটরিং। তাই আসুন! আপনি আমি সকলের বিশেষ করে এখানে ঈদের মার্কেটিং করে সুবিধা পাচ্ছে বলে কাস্টমারগণ মন্তব্য করছেন। ধন্য হলেন রতনগঞ্জ বাজারে সভাপতি মোঃ আবু তালেব ও সেক্রেটারি মোঃ লাট মিয়া।
রবিবার (২৩ মার্চ) রতনগঞ্জে বাজারে সরজমিনে গিয়ে দেখা যায়- সওদাগর সুপার মার্কেট যেখানে আছে পাল শাড়ি ঘর এন্ড গার্মেন্টস, প্রগতি বস্ত্রালয় এন্ড টেইলারিং, দ্বিতীয় তলায় রূপলী ব্যাংক পি এল সি, মা-বাবার দোয়া, নিউ ফ্যাশন হাউজ, বিসমিল্লাহ টেলিকম। পাশেই আছে জোবেদা মার্কেট- অর্ক জুয়েলারি ওয়ার্কশপ, নীলা জুয়েলারি, প্রিয়াঙ্কা মিষ্টান্ন ভান্ডার, আছে হাজী মার্কেট- বিহঙ্গ বস্ত্রালয়, তানবির হার্ডওয়ার, আল-মদিনা ইলেকট্রিক, ফাতেমা স্টোর? চাঁদনী জুয়েলারি এন্ড ওয়ার্কশপ, অরণ্য মেডিকেল হল, আছে বিশুদ্ধ তেলের জন্য সুরুচি ওয়েল মিল, বিক্রয় করা হয় রড, সিমেন্ট, সিমেন্ট সহ অন্যান্য হার্ডওয়ার মালামাল। নাজমুল ইলেকট্রিক, মেসার্স আবিদা এন্টারপ্রাইজ অ্যান্ড কুকারিজ, সুমন কসমেটিক্স, আছে ব্রাক অফিস, ব্যাংক এশিয়া, রতনগঞ্জ এয়ার ট্রাভেলস এন্ড ইন্টারন্যাশনাল, কায়সার মেডিকেল হল -মোঃ আব্দুল মজিদ মিয়া ফার্মাসিস্ট ইন বি, আইরিন নাসরিন কসমেটিক, রানা ইন্টারন্যাশনাল এয়ারট্রাভেল, আছে গ্রামীণ ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এস কে জুয়েলারি এন্ড ওয়ার্কশপ, রুপা জুয়েলারি এন্ড ওয়ার্কশপ, মিম ফাহাদ জুয়েলারি এন্ড ওয়ার্কশপ, আস্থা সমাজ কল্যাণ সমিতি, হাসিবুল্লাহ ষ্টোর প্রভৃতি।
এক কথায় রতন গঞ্জ বাজারে সবই পাচ্ছেন আপনার নির্ভরযোগ্য কেনাকাটা।