1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে গাঙচিলের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ বাঘুটিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে জামায়াতে ইসলামীর র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত তেলিকোনা খাজা শাহ আহমদ আলী (র:) মাজারে ইফতার মাহফিল খুলনা গাঙচিলের রমজানের তাৎপর্য ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলন অভয়নগরের ইফতার মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠিত অভয়নগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল  রতনগঞ্জ বাজার একটি প্রাচীনতম বাজার : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রকৌশলী বাদলের সৌজন্যে কালিহাতীতে মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল ভোট কেন্দ্রের কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৩৬০ বার পঠিত

হৃদয় হাসান
স্টাফ রিপোর্টার (যশোর)

“নারী-কন্যা সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪।
আজ ২৫ নভেম্বর ২০২৪ রোজ সোমবার বিকাল চার ঘটিকায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), যশোর কেন্দ্র; রূপান্তর, যশোর; বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা শাখা; বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেড ট্রাস্ট সহ অন্যান্য সামাজিক সংগঠনের আয়োজনে রালি অনুষ্ঠিত হয়। রালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানায় ভৈরব চত্বরে এসে একত্রিত হয়। পর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে বক্তারা তাদের বক্তৃতায় বলেন, ২৫ নভেম্বর আর্ন্তজাতিক ভাবে নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান দিবস। নারীর বিরুদ্ধে সহিংসতা নানারূপে ও প্রকৃতিতে আর্বিভূত হয়। এর মধ্যে স্ত্রী-নিপীড়ন থেকে শুরু করে ধর্ষণ, হত্যা, অ্যাসিড ছুড়ে মারা যৌন হয়রানি রয়েছে।

আর্ন্তজাতিক অংগনে যৌন দাসত্বের জন্য নারী যেমন পাচার হয় আবার গৃহাভ্যন্তরে নারীরা অনেক সময়ই শারিরীক ভাবে, মানসিক ভাবে, অর্থনৈতিক ভাবে নিগৃহিত হয়। বাড়ির ভিতর নারীর প্রতি সহিংসতাকে আমরা স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেই। গৃহাভ্যন্তরের সহিংসতা বড়ই বিধ্বংসী। যাঁরা এর শিকার তারা শারিরীক ও মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েন এবং সেই সাথে তাদের সামাজিক ও অর্থনৈতিক স্থিরতা নষ্ট হয়। যেসব শিশু গৃহাভ্যন্তরের নির্যাতন প্রত্যক্ষ করে তাদের মানসিক উন্নয়ন বাধাগ্রস্থ হয়। বড় হয়ে তারা নিজের সংসারে ও একই আচরণ করতে পারে নারীদের সাথে। যে সমাজে পুরুষ কর্তৃত্ববাদ ভিত্তিক একটি দৃষ্টিভঙ্গি এবং ইতিহাস রয়েছে সেখানে নারীর প্রতি সহিংসতা প্রত্যাশিত। পুরুষের কর্তৃত্ব মেনে চলার লক্ষ্যে সমাজ মেয়েদের নিপীড়ন সহ্য করার জন্য চাপ দেয়।

বহুমেয়ে সহিংসতা – ভীতির কারণে লেখাপড়া ছেড়ে দেয়। নিরাপত্তার কথা চিন্তা করে অভিভাবকরা অল্প বয়সে তাদের বিয়ে দিয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুসারে বিশ্বে প্রতি তিনজন নারীর একজন ঘনিষ্ট সঙ্গীদের দ্বারা জীবনের কোন একটি সময়ে যৌন সহিংসতার শিকার হয়েছেন। বিশ্বে ৪৫ লাখ নারী বা কিশোরী বিভিন্নভাবে যৌন শোষণের শিকার হয়। তথাকথিত পারিবারিক সম্মান রক্ষার নামে প্রতিবছর বিশ্বে আত্মাহুতি দেন পাঁচহাজার তরুণী।

চূড়ান্ত বিচারে, নারীর বিরুদ্ধে সহিংসতা একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার বিষয়, যার জন্য তাৎক্ষণিক এবং চলমান ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। এর জন্য সরকার, নাগরিক সমাজ, বিভিন্ন জনগোষ্ঠী এবং ব্যক্তিমানুষের ও যৌথ প্রয়াস অতি প্রয়ো তাদের নিরাপত দিয়ে সামাজিক এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব। যারা সহিংসতার শিকার তাদের নিরাপত্তা দেয়া এবং সহিংসতার সাথে জড়িষ্টিভঙ্গি বদলানের আওতায় আনা সম্ভব। মানবাধিকার সুরক্ষার কোন বিকল্প নেই এটা আমাদের ও দায়িত্ব।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪ গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park