যশোর প্রতিনিধি
আজ বুধবার (২৬শে মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের ইসলামীর র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় হতে র্যালিটি শুরু হয়ে পরে নূরবাগ মোড় হয়ে স্বাধীনতা চত্বরে যেয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা আমীর সরদার শরীফ হোসেন, সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, পৌর আমীর আলতাফ হোসাইন, পৌর যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি আরিফুল ইসলাম, ৭ নং শুভরাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি নুরুল ইসলাম বাবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ইউনুস আকুঞ্জি, উপজেলা শাখা লিগ্যাল এইড বিষয়ক সম্পাদক শরীফ বেলাল প্রমূখ।