সাহামিনা আক্তার দিতি
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (জাবি)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে মশালমিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে মশালমিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
সোমবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করা হয়। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে আবার বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ হয়। মিছিলে এসে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন এবং গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্ম দুটি সংহতি প্রকাশ করে।
গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ।
মশালমিছিল–পরবর্তী সমাবেশে সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান শাহারিয়ার।