বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে সংগঠনের পৌর শহরের জেলা
কার্যালয় গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিতুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক ফাতিমা ইয়াসমিন প্রমূখ।
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক অধ্যক্ষ খান আখতার হোসেন সহ বাগেরহাট জেলা শাখা সদস্যদের আর্থিক অনুদানের অর্থ দিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও অত্র এলাকার অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।