1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে গাঙচিলের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ বাঘুটিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে জামায়াতে ইসলামীর র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত তেলিকোনা খাজা শাহ আহমদ আলী (র:) মাজারে ইফতার মাহফিল খুলনা গাঙচিলের রমজানের তাৎপর্য ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলন অভয়নগরের ইফতার মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠিত অভয়নগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল  রতনগঞ্জ বাজার একটি প্রাচীনতম বাজার : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রকৌশলী বাদলের সৌজন্যে কালিহাতীতে মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল ভোট কেন্দ্রের কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফের বার্সায় ফিরছেন লিওনেল মেসি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৪২ বার পঠিত

স্পোর্টস ডেস্ক _

বার্সেলোনার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ব্যক্তিগত আমন্ত্রণ পাঠানোর পরই এই প্রত্যাবর্তনের খবর পাওয়া যায়।

কী ঘটেছে?

মেসি বার্সেলোনায় যোগ দেন ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে। লা মাসিয়ার যুবদলে দ্রুত উন্নতি করে ২০০৪ সালে ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে সিনিয়র দলে অভিষেক করেন। এরপরের বছরগুলোতে নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘ সময় বার্সেলোনার অন্যতম স্তম্ভ হয়ে থাকেন।
তবে ২০২১ সালের গ্রীষ্মে বার্সার আর্থিক সমস্যার কারণে তাকে ক্লাব ছাড়তে বাধ্য করা হয়। প্রেসিডেন্ট লাপোর্তার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও নতুন চুক্তি দেওয়া সম্ভব হয়নি। ফলে দুই পক্ষের মধ্যে সম্পর্ক তিক্ত হয়, যা এখনও পুরোপুরি ঠিক হয়নি।

মূল ঘটনা

কাতালুনিয়া রেডিওর তত কোস্তা অনুসারে, লাপোর্তা সেই পুরনো বিরোধ মিটিয়ে মেসিকে বার্সেলোনার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই অনুষ্ঠানটি ২৯ নভেম্বর বার্সেলোনার ঐতিহ্যবাহী লিসেউ থিয়েটারে অনুষ্ঠিত হবে। এতে জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা এবং পেপ গার্দিওলার মতো বার্সার কিংবদন্তিরাও উপস্থিত থাকবেন।
প্রতিবেদন অনুযায়ী, মেসি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার ব্যাপারে প্রায় নিশ্চিত। এটি হবে তার ক্লাবে ফেরার প্রথম উপলক্ষ, যেখান থেকে তিনি বিদায় নিয়েছিলেন। তবে গত মাসে ইনিয়েস্তার বিদায়ী অনুষ্ঠানে জাতীয় দলের ব্যস্ততার কারণে অংশ নিতে পারেননি তিনি।

মেসির পরবর্তী পরিকল্পনা

ইন্টার মায়ামির প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার পর মেসি এখন মেজর লিগ সকারের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরুর আগে অবসর সময় কাটাচ্ছেন। ফলে ২৯ নভেম্বরের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি পরদিন ৩০ নভেম্বর লাস পালমাসের বিপক্ষে বার্সার ম্যাচও স্টেডিয়ামে উপস্থিত থেকে উপভোগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪ গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park