আশরাফুল আলম
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (জাককানইবি)
সম্প্রতি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে বিক্ষোভ করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের ভিতরকার সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ইসরায়েলি হামলার বিরুদ্ধে নানান প্রতিবাদী স্লোগান দেয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলের অতর্কিত হামলা চরম মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন করা।
এরপর বক্তব্য শেষে তারা সম্মিলিত ভাবে ফিলিস্তিনবাসী ও সারাবিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করেন।