যশোর জেলা প্রতিনিধি
যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর যুব বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) নওয়াপাড়ার আকিজ এ্যাঞ্জেলা চাইনিজ রেস্টুরেন্ট প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা যুব বিভাগের সভাপতি, অধ্যাপক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা আমির অধ্যাপক সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর আমির মাওলানা আলতাফ হুসাইন, যুব বিভাগ অভয়নগর উপজেলা সভাপতি শেখ মাসুদ রানা এবং পৌর ২ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ রেজওয়ান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং সঞ্চালনা করেন পৌর যুব বিভাগের সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও ইসলামের আলোকে সমাজ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।