যশোর জেলা প্রতিনিধি
গতকাল বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওয়াপাড়া পৌর ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুব বিভাগীয় সভাপতি, যশোর জেলা, অধ্যাপক মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সেক্রেটারি এস. এম. মহিউল ইসলাম, অভয়নগর উপজেলা শাখার লিগ্যাল এইড বিষয়ক সম্পাদক মোঃ শরীফ বেলাল হোসেন, পৌর আমির মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা মোঃ কামরুজ্জামান প্রমুখ।
সভার সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল মতিন।
প্রধান অতিথি মহিউল ইসলাম বলেন, “রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।