মেডিকেল ডেস্ক _
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৩৮।
গতকাল শুক্রবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫৮ জন। এ বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৮৪ হাজার ৮২৬ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঢাকায় বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৮১ জন এবং ঢাকার বাইরে অন্যান্য জেলায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৭৭ জন।