সাহামিনা আক্তার দিতি
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (জাবি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) এর কার্যকরী পরিষদ নির্বাচন- ২০২৫ এ নবনির্বাচিত সভাপতি মেহেদী মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
আজ ৩০ ডিসেম্বর (সোমবার) জাবিসাসের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি মেহেদী মামুন বনিক বার্তা পত্রিকায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রথম আলো পত্রিকায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি হয়েছেন বায়েজীদ হাসান রাকিব (দৈনিক ইনকিলাব), যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন জোবায়ের আহমেদ (ডিবিসি নিউজ), কোষাধ্যক্ষ হয়েছেন রাজিব রায়হান (প্রতিদিনের বাংলাদেশ) এবং দপ্তর-প্রকাশনা সম্পাদক হয়েছেন মাহ্ আলম (ডেইলি অবজারভার)।
এছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাসেল মাহমুদ (ব্রেকিং নিউজ), সৈকত ইসলাম (জাগো নিউজ), আশরাফুল মিয়া (দ্যা নিউজ)।