সাহামিনা আক্তার দিতি
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (জাবি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরী’র ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে গণিত বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সাফায়েত মীর কে সভাপতি ও আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল কাওসার কে সাধারণ সম্পাদক হিসেবে পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব দেয়া হয়।
রোববার (২৪ নভেম্বর) তরী’র প্রধান উপদেষ্টা গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওসমান গনি ও সভাপতি মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত ৩২ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন- ইতিহাস বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সায়মা উলফাত তামান্না, অণুজীব বিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী কুয়াশা কায়রোজ হিরা, নৃ-বিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদ উল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন উদ্ভিদবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. রায়হান উদ্দিন, প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মাহিদুল ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জহিরুল ইসলাম।