সাহামিনা আক্তার দিতি
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (জাবি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত আর্কিওলজি ডিবেটিং ক্লাবের (এডিসি) ২০২৪-২৫ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এটি ক্লাবের চতুর্থ কার্যকরী কমিটি। নতুন কমিটিতে সভাপতি ৪৯তম ব্যাচের সুমাইয়া আক্তার এবং সাধারণ সম্পাদক ৫০তম ব্যাচের জুনাইদ কবীর জাহিন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মালিহা নার্গিস আহমেদ সাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন ৪৯তম ব্যাচের মোস্তফায়ে আশেকীন আবীর, কোষাধ্যক্ষ মারিয়া তাসনিম (৪৯তম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক তামান্না হাসান ঔশী (৪৯তম ব্যাচ), দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ শিহাব (৫১তম ব্যাচ), অনুষ্ঠান সম্পাদক সদরুল আমিন (৫১তম ব্যাচ), এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক মাহফুজা আক্তার (৫০তম ব্যাচ)। প্রেস ও মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৫০তম ব্যাচের রাফিয়া আফরোজ রাকা, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শুভাশীষ রায় ঝলক (৪৯তম ব্যাচ), এবং ইংরেজি সেশন কো-অর্ডিনেটর সামিহা রাইসা শওকত (৫০তম ব্যাচ)। এছাড়াও কার্যকরী সদস্য ৫১তম ব্যাচের মুখলাতুল জিনান তৃষা ও জান্নাতুল মাওয়া জোয়ানা এবং ৫২তম ব্যাচের আতাফরিহা জেরিন রাকা এবং মো. কায়েস আহমেদ সরকার।
অনুষ্ঠানের সময় ক্লাবের থিম “অতীতের পদচিহ্নে যুক্তির আরাধনা” প্রকাশ করা হয়। সেই সাথে ক্লাবের লোগো উন্মোচন করা হয়, যা ডিজাইন করেছেন ৪৯তম ব্যাচের শুভাশীষ রায়।