সাহামিনা আক্তার দিতি
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (জাবি)
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইজরায়েলি বর্বর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘মার্চ ফর প্যালেস্টাইন’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে ও দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের— ফ্রম দ রিভার টু দা সি, প্যালেস্টাইম উইলবি ফ্রি’,‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘হামাসের যোদ্ধারা, লও লও লও সালাম’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, আমরা বাংলাদেশের মানুষ যখন সাহরি-ইফতার করছি, তখন ইজরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নারী শিশুদের উপর যে নির্মম নির্যাতন চালাচ্ছে আমরা বাংলাদেশ থেকে তার তীব্র নিন্দা জানাই।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলিম সম্প্রদায়কে একতাবদ্ধভাবে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা পুর্বে যেমন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ছিলাম এখনো দাঁড়িয়েছি।
সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে আহ্বান জানাতে চাই, আপনারা ঐক্যবদ্ধভাবে ইজরায়েলের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি লড়াই না করেন তাহলে বারবার এই পৃথিবীতে মুসলিম সম্প্রদায়কে নির্যাতনের শিকার হতে হবে।
আমরা ঘরে বসে সামাজিক মাধ্যমে নারী ও শিশুদের নির্যাতনের যেসব ভয়াবহ চিত্র দেখি হয়তো বাস্তবে তার চেয়েও করুণ।
অনতিবিলম্বে ইজরায়েলি বাহিনীকে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। অন্যথায় এই মুসলিম সম্প্রদায় একতাবদ্ধভাবে ইজরাইলের বিরুদ্ধে দাঁড়াবে।