খান আহমেদ ইফতেখার
গতকাল ২৩শে মার্চ খুলনায় বাংলাদেশ ডিবেটিং সোসাইটি মিলনায়তনে খুলনা গাঙচিলের রমজানের তাৎপর্য ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের খুলনা বিভাগীয় সভাপতি সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ হানিফ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা সরকারি বিএল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুর রাজ্জাক, আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার ড.গাজী আব্দুল্লাহেল বাকি, জাতীয় কবি শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি এ এইচ এম জামাল উদ্দিন ও দৈনিক স্বদেশ বিচিত্রার খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক সংগঠক সাইফুর মীনা।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাঙচিলের কেন্দ্রীয় সমন্বয়ক সাংবাদিক মোঃ লিয়াকত আলী, ডাচ্ বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ আলমগীর হুমায়ুন, দক্ষিণবাংলা লেখক ফোরামের সভাপতি কবি খন্দকার জাকির হোসেন, বাংলাদেশ ঐক্য সভাপতি স ম ফরহাদ হোসেন চান্দু, গাঙচিল খুলনা জেলা কমিটির সভাপতি কথাশিল্পী জাহানারা আলি জানু, গাঙচিল খুলনা মহানগর কমিটির সভাপতি কবি সৈয়দ আলী হাকিম, গাঙচিল খালিশপুর (খুলনা) কমিটির সভাপতি নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, গাঙচিল বটিয়াঘাটা (খুলনা) শাখা কমিটির সভাপতি প্রফেসর এনায়েত আলী বিশ্বাস, গাঙচিলের আজীবন সদস্য কবি শরীফ ইমরুল হক, গাঙচিল তেরোখাদা (খুলনা) শাখা কমিটির সমন্বয়ক ডাঃ এস এম জাহেরুল ইসলাম, গাঙচিল ডুমুরিয়া (খুলনা) কমিটির সভাপতি মোঃ হারুণ অর রশীদ খান, গাঙচিলের স্থায়ী সদস্য কবি উম্মে কানিজ বিল্লাহ, গাঙচিল ফকিরহাট (বাগেরহাট) শাখা কমিটির সভাপতি সৈয়দা রশ্মি সুলতানা, পল্লীমঙ্গল কলেজের অধ্যক্ষ এস এম খায়রুল বাসার।
অনুষ্ঠানে অংশ নেন কবি নাছিমা রহমান শিউলী, কবি উম্মে সালমা, গাঙচিল বটিয়াঘাটা (খুলনা) কমিটির সাধারণ সম্পাদক কবি নিখিল চন্দ্র রায়, গাঙচিল খালিশপুর (খুলনা) কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসিফ ইকবাল, গাঙচিল তেরোখাদা (খুলনা) কমিটির সাধারণ সম্পাদক গাজী জাফর ইকবাল, গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির মোঃ জামিল আহমেদ, মোঃ ওয়ালিদ আহম্মেদ, তহিদ শেখ, গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির মোঃ শেখ গোলাম রসুল খোকন, কবি শেখ ফজলুল হক, কবি এড. আবদুর রাজ্জাক, নজরুল ইসলাম, গাঙচিল রুপসা (খুলনা) কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ এস এম আল আমিন, শেখ মুনছুর রহমান, গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির মোঃ মিনা রবিউল, এড. এস কে এম আবদুল আলীম প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থানা করেন গাঙচিল খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান বাবলু, স্বাগত: বক্তব্য রাখেন গাঙচিলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন।
পবিত্র ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন দারুল মোকাররম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ইয়াসিন খান।