যশোর প্রতিনিধি
মেধাবী ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, অভয়নগর পৌর শাখার ২নং ওয়ার্ডের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ছাত্রশিবিরের মাদ্রাসা সম্পাদক আমানুল্লাহ সাদিক, অভয়নগর পৌর শাখার সভাপতি মোঃ সাকিব হোসাইন, শিবিরের সাবেক থানা সভাপতি আব্দুর রব নেওয়াজ এবং পৌর যুব জামায়াতের সভাপতি মাছুম বিল্লাহ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইবরাহিম খলিল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “সন্তানদের ইসলামী ছাত্রশিবিরে যোগদানে উৎসাহিত করুন, যেন তারা নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠে।”
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।