মো. রিফাত হোসেন
ফটো জার্নালিস্ট (যশোর)
যশোরের অভয়নগরে সড়কের কাজে অনিয়মের বিষয়ে বক্তব্য চাইলে সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করলেন উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা ও একই দপ্তরের হিসাব রক্ষক হুমাউন আজাদ। সাংবাদিক তাওহীদ হাসান উসামা দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভির অনলাইন কারেসপনডেন্ট (অভয়নগর-বাঘারপাড়া) প্রতিনিধি ও দৈনিক গ্রামের কাগজের অভয়নগর উপজেলা প্রতিনিধি। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকৌশলী নাজমুল হুদার কার্যালয়ে অনিয়মের তথ্য চাইলে এ ঘটনা ঘটে।
সাংবাদিক তাওহীদ হাসান উসামা জানায়, উপজেলার চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা টু বেতভিটা সড়কের কাজে নিম্নমানের ইট খোয়া ব্যবহারের বিষয়ে বক্তব্য চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়। এসময় কাছে থাকা ন্যশনাল টেলিভিশন এনটিভির বুম ও পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়। এছাড়াও ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্চিত করা হয়।
এদিকে গত সোমবার বিকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা টু বেতভিটা সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায় নিম্নমানের খোয়া দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। নিম্নমানের খোয়া কেন ব্যবহার করা হচ্ছে জানতে চাইলে সাংবাদিকের সাথে ঔদ্ধত্যপুর্ন আচারণ করেন কন্ট্রাক্টর জাহাঙ্গীর আলম।
অভয়নগর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, রাগের বশবর্তী হয়ে তার হাতে থাকা বুম ও আইডি কার্ড কেড়ে নিয়েছিলাম। পরে আবার তো আমি নিজেই ফেরত দিয়েছি।
এ ব্যাপারে জানতে যশোর জেলার নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান বলেন, অভয়নগর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।