মোঃ হাসিবুল হক
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের অধিনায়ক খুলনার গর্ব মেহরাব হাসান সামিনকে সংবর্ধনা প্রদান করে জেলা প্রশাসন ও খুলনা জেলা ক্রীড়া সংস্থা। তার নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপে খেলায় অংশগ্রহণের সুযোগ করে নিয়েছে।
ছবিঃ স্পোর্টস ডেস্ক
সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাকে বরণ করে নেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী, খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ বকতিয়ার রহমান গাজী, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা খাইরুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন রিপন, জিয়াউস সাদাত, মেহেদী হাসান রোহান, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনার সিনিয়র শিক্ষক ও হকি প্রশিক্ষক জিএম আব্দুল্লাহ, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক খেলোয়াড় আতিকুজ্জামান মনি, রিয়াদ বিন রফিক, মোঃ মোস্তাফিজুর রহমান শাওন, মোঃ হাসিবুল হক।
ছবিঃ স্পোর্টস ডেস্ক
এছাড়াও খুলনা জেলা হকি খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা বকতিয়ার রহমান গাজী সামিনের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করেন। যে কোন প্রয়োজনে খুলনা জেলা ক্রীড়া অফিস তার পাশে থাকবে। জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, সামিন খুলনার গর্ব। সে দেশের নাম উজ্জ্বল করেছে। তিনি সবাইকে আহবান করেন সামিনকে যেন সাবাই আরো উৎসাহিত করে যাতে তিনি আরো বড় পর্যায়ে খেলতে পারে। তিনি আরো বলেন, খুলনায় হকি খেলোয়ারদের মান উন্নয়নে খুলনা জেলা প্রশাসন কাজ করবে।
ছবিঃ স্পোর্টস ডেস্ক
এর আগে ৩ ডিসেম্বর প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। এদিন ওমানের মাসকাটে জুনিয়র এশিয়া কাপের স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে এফআইএইচ হকি জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।